১৩ ই ফেব্রুয়ারি রুয়েট IOT ক্লাব এবং ইইই ডিপার্টমেন্ট এর সমন্বয়ে প্রথমবারের মতো Project showcasing programme EsPectrum 1.0 আয়োজন করা হয়েছিলো.. উক্ত আয়োজনের মধ্যমনি হিসেবে অংশ নিয়েছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর স্যার এস এম আব্দুর রাজ্জাক, রুয়েট আইওটি ক্লাবের চিফ এডভাইজার মাসুদ রানা স্যার, রুয়েট ইইই সিএসই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বারস এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ, বরেন্দ্র ইউনিভার্সিটি) ফ্যাকাল্টি মেম্বারগণ... প্রায় ৩৪ টি টিমের ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো যেখানে সদস্যরা তাঁদের উদ্ভাবনী IoT (Internet of Things) প্রকল্প উপস্থাপন করেছেন।